ই কমার্স ওয়েবসাইটের বেচাকেনায় রঙ এর মনস্তত্ত্ব জানা প্রয়োজন। রং নির্বাচনের ধরন দেখে একটি ই কমার্স ওয়েবসাইট সম্পর্কে এমন অনেক ধারণা করা যায় যা অধিকাংশ ক্ষেত্রেই সত্যি বলে প্রমাণিত।
পাবলো পিকাসো বলেছেন, “আবেগের পরিবর্তন অনুসরণই রঙের বৈশিষ্ট্য।” রঙের ব্যবহার এবং এর প্রতি মানুষের আকর্ষণ সেই প্রাচীনকাল হতে।বিশেষ রঙ বিশেষ অর্থও বহন করে। রঙ মানুষের মনকে দারুন রকম প্রভাবিত করে। কিছু রঙ প্রশান্তি দেয়, কিছু রং উত্তেজনা বাড়ায়, কিছু রং আবেগকে জাগ্রত করে।
“Color is a power which directly influences the soul.” ~Wassily Kandinsky

রঙের সঠিক, বুদ্ধিদীপ্ত ব্যবহার করে খুব সহজে টার্গেট কাস্টমারদেরকে ই-কমার্স সাইটটির প্রতি আকৃষ্ট করা সম্ভব।
রঙ এর মনস্তত্ত্ব
সিওল ইন্টারন্যাশনাল কালার এক্সপো দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে, ৯২% মানুষ বলেছেন, অনলাইনে প্রোডাক্ট কেনার সময় রং প্রভাবক হিসাবে কাজ করে।
বিশ্বাস করুন বা না করুন, কেবল ৬% মানুষ বলেছেন যে তাদের ক্ষেত্রে প্রোডাক্টটি হাতে নিয়ে দেখাতে বেশি পছন্দ, ১% গন্ধ এবং শ্রবণশক্তিকে গুরুত্ব দেয় তবে সেটি এয়ার ফ্রেশনার বা মিউজিক সিডি কেনার জন্য।
রং গবেষণা ইনস্টিটিউট দ্বারা পরিচালিত অন্য এক গবেষণায় দেখা গিয়েছে যে কাস্টমার তাঁর অবচেতন মনে কোনো মানুষ, পরিবেশ বা পণ্যের প্রথম দর্শনের দুই মিনিটের মধ্যেই সেটি সম্পর্কে মতামত তৈরি করে ফেলে।
বিষয়টি রীতিমতো অবিশ্বাস্য যে, ৬০% থেকে ৯০% কাস্টমার কোনো কিছু মূল্যায়ন করেন কেবল রঙের উপর ভিত্তি করে। রঙের সঠিক ব্যবহার ইকমার্স সাফল্যের অবিচ্ছেদ্য একটি অংশ। আসুন জানি, কোন রং কি প্রকাশ করে।
বাদামী (Brown)
ব্রাউন একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য রং যা কাস্টমারের অবচেতন মনে আস্থার জায়গা তৈরি করে। এটির মধ্যে আত্মবিশ্বাসের আভা আছে। ই কমার্স বিজনেসকে আত্মবিশ্বাসী করে উপস্থাপন করতে এই রঙের ব্যবহার করতে পারেন।
কমলা (Orange)
কমলা রঙ উচ্চাকাঙ্ক্ষা এবং শক্তিশালী উষ্ণতা ছড়িয়ে দেয়। এটি আবেগ, মৌলিকত্ব এবং নতুন কিছুর সূচনা প্রকাশ করে। নীল রঙের শেডগুলির সাথে কমলা মিশ্রণ কাস্টমারদের মনে ইতিবাচক উত্তেজনা তৈরি করে।
হলুদ (Yellow)
হলুদ আনন্দের রঙ যা প্রবলভাবে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে। তবে এটি সংযমের সাথে ব্যবহার করা উচিত কারণ অতিরিক্ত হলুদ রঙের ব্যবহার কাস্টমারদের নিকট বিরক্তিকর মনে হতে পারে।
সবুজ (Green)
সবুজ রঙে প্রকৃতির আভা থাকে, এটি চোখের জন্য খুব আরামদায়ক। কাস্টমার সবুজ ভালোবাসে কারণ রঙটি ইতিবাচকতা, প্রশান্তি, সুরক্ষা এবং সম্প্রীতির সাথে সম্পর্কিত।
গোলাপী (Pink)
গোলাপী রঙ নারীত্বের সাথে জড়িত তবে এটি পুরুষদের কাছেও সমান আকর্ষণীয় কারণ এটি আন্তরিকতা, রোম্যান্স এবং প্রেমকে ফুটিয়ে তোলে। কালো, বা লাল এর মতো বিষণ্ণ ও উগ্র রংগুলিকে আরও আকর্ষণীয় করতে এর সাথে গোলাপী রঙের ব্যবহার করতে পারেন।
লাল(Red)
ক্রেতাদের গভীরতম আবেগের সাথে মিশে থাকা রংগুলির মধ্যে লাল সবার শীর্ষে।লাল প্রেম, জীবন এবং আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত। এটি সঠিকভাবে ব্যবহার করা হলে কাস্টমারদের মনে প্রবল আবেগ ও উত্তেজনা তৈরি করা যায়। তবে খেয়াল রাখবেন, ই কমার্স ওয়েবসাইটের প্রথম পেজে খুব বেশি মাত্রায় লাল রঙের ব্যবহার ভীতিকর হতে পারে।
সাদা (White)
সাদা শুদ্ধতা, আভিজাত্য এবং পরিছন্নতা প্রকাশ করে। প্রোডাক্ট শোকেস করার সময় ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা রঙের কোন তুলনা হয় না।
ই কমার্স বিজনেসে সব ধরনের কাস্টমারের সাথে এই রঙ মানিয়ে নিতে পারে।
বেগুনি (Purple)
বেগুনি দীর্ঘকাল ধরে শক্তি, সমৃদ্ধি ও রাজকীয়তার প্রকাশে ব্যবহার হয়ে আসছে । ই কমার্স ওয়েবসাইটে এই রঙের ব্যবহার ব্যবসায়ীর রুচিবোধ সম্পর্কে ইতিবাচক ধারণা দেয়।
নীল (Blue)
নীল আস্থা, শান্তি এবংউন্নয়নশীলতার অনুভূতি প্রকাশ করে। সাধারণত নীল ইন্টারনেটের দুনিয়ায় অন্যতম সাধারণ রঙ। আপনার ই কমার্স বিজনেস যদি ইলেক্ট্রনিক গেজেট বা সার্ভিস রিলেটেড বা রেস্টুরেন্ট বিজনেস হয় তবে এই রঙের ব্যবহার করতে পারেন।
কালো(Black)
কালো শক্তি এবং আধিপত্যের সাথে সম্পর্কিত। ইকমার্সে ওয়েবসাইটে এর ব্যবহার কাস্টমারদের কাছে আত্মবিশ্বাসের বার্তা প্রেরণ করে। তবে এই রঙের অতিরিক্ত ব্যবহার কাস্টমারদের মনে অবসাদ তৈরি করতে পারে তাই প্রয়োজন পরিমিত ব্যবহার প্রয়োজন।
ধূসর(Grey)
ধূসর গাম্ভীর্য ও রক্ষণশীল মানসিকতার প্রকাশ করে। ধূসর রঙের সাথে কমলা, লাল এবং রাজকীয় নীলের ব্যবহার প্রাণবন্ত পটভূমি তৈরি করে।
পরিশেষে, রং সাধারণ জিনিসকে করে তোলে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। আমাদের মনের অনুভূতিগুলোকে বিনা বাক্যে প্রকাশ করতে পারে রং।
রং আমাদের মস্তিকে তীব্র আলোড়ন সৃষ্টি করতে সক্ষম, খেয়াল করে দেখবেন পরীক্ষায় পাস ও ফেলের নম্বর যথাক্রমে কালো ও লাল কালিতে লেখা হয়। কারণ, কেউ পাস নম্বর লাল কালিতে দেখতে পছন্দ করে না।
মানুষ তাঁর ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ রঙকে বেছে নেই, তাই চাহিদামত টার্গেট কাস্টমারদের আকৃষ্ট করতে রঙের এই বহু মাত্রিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিতে হবে। জানতে হবে ই কমার্স বিজনেসে রঙ এর মনস্তত্ত্ব।
আপনার পছন্দের রং কোনটি? রঙটি কেন আপনার পছন্দের আমাদের জানাতে কমেন্ট করুন।
সবার আগে মন্তব্য করুন
আপনার মূল্যবান মতামত দিন
মন্তব্য করতে হলে আপনাকে লগ ইন করতে হবে।