ই-কমার্স এখন আর ডেস্কটপের মধ্যে সীমাবদ্ধ নয়
একসময় অনলাইন ব্যবসা শুরু করতে হলে লাগত ল্যাপটপ, ডেস্কটপ আর প্রচুর টেকনিক্যাল স্কিল। ওয়েবসাইট বানাতে কোডিং জানতে হতো, ডিজাইনার-ডেভেলপার ভাড়া করতে হতো, আর প্রতিটি আপডেট বা পরিবর্তনের জন্য নির্ভর করতে হতো অন্যের ওপর। কিন্তু সেই সময় এখন পার হয়ে গিয়েছে।
আজকের দিনে প্রযুক্তি এতটাই সহজ হয়েছে যে আপনার হাতে থাকা একটি স্মার্টফোনই হতে পারে আপনার ব্যবসার কেন্দ্র। হ্যাঁ, ঠিকই পড়েছেন – শুধুমাত্র একটি মোবাইল অ্যাপ ব্যবহার করেই এখন আপনি নিজের ই-কমার্স ওয়েবসাইট তৈরি, ডিজাইন এবং ম্যানেজ করতে পারবেন।
আজ আমরা দেখাবো, কীভাবে কোনো রকম কোডিং বা ডিজাইনের স্কিল ছাড়াই, স্মার্টফোন থেকেই প্রফেশনাল একটি অনলাইন স্টোর তৈরি করা যায়। তাই আপনি নতুন উদ্যোক্তা হন বা ছোট ব্যবসা বড় করতে চান, এই আর্টিকেলটি আপনাকে দেবে সেই বাস্তব দিকনির্দেশনা, যা দিয়ে আপনি মুহূর্তেই ডিজিটাল ব্যবসার দুনিয়ায় প্রবেশ করতে পারবেন। বিস্তারিত জানতে লেখাটি পড়ে ফেলুন।
কেন মোবাইল অ্যাপ দিয়ে ওয়েবসাইট বানাবেন? (সমস্যা ও সমাধান)
আগে ই-কমার্স ওয়েবসাইট বানাতে গেলে অনেক কিছু নিয়ে ভাবতে হতো – কোথা থেকে ডোমেইন কিনবেন, হোস্টিং কনফিগার করবেন কীভাবে, কিংবা কোডিং শেখা লাগবে কিনা! কিন্তু এখন সময় বদলেছে। আজকের দিনে মোবাইল অ্যাপগুলো সেই জটিলতাকে অনেকটাই সহজ করে দিয়েছে।
কম খরচ ও সময়
একটা অনলাইন ব্যবসা শুরু করতে এখন আর ল্যাপটপ বা ডেস্কটপের দরকার নেই। মোবাইল দিয়েই আপনি প্রোডাক্ট লিস্ট করতে পারেন, অর্ডার ম্যানেজ করতে পারেন, এমনকি পেমেন্টও নিতে পারেন। ফলে খরচ কমার পাশাপাশি সময়ও বাঁচে।
সহজ ব্যবহার
বর্তমানের ই-কমার্স অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা যে, বেসিক ইউজাররাও সহজে ব্যবহার করতে পারেন। যেমনঃ আপনি চাইলে মোবাইলের ক্যামেরা দিয়ে প্রোডাক্টের ছবি তুলে সঙ্গে সঙ্গে আপলোড করে দিতে পারেন। সব কাজ এক ডিভাইসেই — কোনো ঝামেলা নেই।
কোনো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই
আগে যেখানে ওয়েবসাইট বানাতে HTML, CSS বা WordPress শেখা লাগতো, এখন তা দরকার নেই। আধুনিক অ্যাপগুলো নিজেই ডোমেইন, হোস্টিং, এমনকি ডিজাইন পর্যন্ত সামলে নেয়। আপনি শুধু আপনার ব্যবসায় ফোকাস করুন – টেকনিক্যাল কাজটা অ্যাপই করে দেবে।
এই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে DeshiCommerce অ্যাপ
এখন প্রশ্ন আসে – বাংলাদেশে কি এমন কোনো অ্যাপ আছে, যেটা দিয়ে সত্যিকারের একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা সম্ভব? উত্তর হলো, হ্যাঁ, আছে। এই ধারণাকেই বাস্তবে রূপ দিয়েছে দেশীকমার্স মোবাইল অ্যাপ।
দেশীকমার্স শুধু একটি অনলাইন স্টোর ম্যানেজমেন্ট টুল না, বরং এটি একটি সম্পূর্ণ “Website Builder।” এটি আপনার মোবাইলকেই করে তুলবে আপনার অনলাইন ব্যবসার কেন্দ্রবিন্দু।
DeshiCommerce App ব্যবহার করে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারেন, অর্ডার ম্যানেজ করতে পারেন, গ্রাহকের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবং সবচেয়ে বড় বিষয়, কোনো কোডিং বা ডিজাইনিং স্কিল ছাড়াই মাত্র কয়েক মিনিটেই নিজের ব্র্যান্ডের ওয়েবসাইট তৈরি করতে পারেন।
DeshiCommerce আসলে এমন একটি স্যলিউশন, যা বাংলাদেশের ছোট-বড় উদ্যোক্তাদের জন্য অনলাইন ব্যবসা শুরু করা পূর্বের চেয়ে অনেক সহজ করে তুলেছে।
অ্যাপ দিয়ে যেভাবে আপনার ওয়েবসাইট তৈরি করবেন
DeshiCommerce Merchant App ব্যবহার করে অনলাইন স্টোর তৈরি করা একদম সহজ।
প্রথমেই অ্যাপে গিয়ে “Create Online Store” অপশনে ক্লিক করুন। এরপর ধারাবাহিকভাবে নিচের তথ্যগুলো দিনঃ
- Shop Name
- আপনার নাম
- ইমেইল অ্যাড্রেস
- ফোন নাম্বার
সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর “Create My Store” ক্লিক করুন। এরপর আপনার দেওয়া নাম্বারে একটি OTP কোড যাবে। সেটি ইনপুট করে ভেরিফাই করুন। এরপর নতুন একটি পাসওয়ার্ড সেট করলেই কাজ শেষ!
সব ঠিকভাবে সম্পন্ন হলে আপনি চলে আসবেন আপনার ব্যবসার ড্যাশবোর্ডে, যেখান থেকে শুরু হবে আপনার নিজের অনলাইন স্টোর ম্যানেজমেন্ট যাত্রা।

ড্যাশবোর্ড
DeshiCommerce অ্যাপের ড্যাশবোর্ডে এক নজরেই দেখতে পারবেন আপনার ব্যবসার সার্বিক অবস্থা।
এখানে থাকবে প্রতিদিনের গুরুত্বপূর্ণ তথ্য যেমনঃ
- ভিজিটর সংখ্যা – প্রতিদিন কতজন ক্রেতা আপনার ওয়েবসাইটে আসছেন তা জানতে পারবেন সহজেই।
- Add to Cart সংখ্যা – কতজন ক্রেতা প্রোডাক্ট কার্টে যুক্ত করছেন, তা দেখে বুঝতে পারবেন আগ্রহের মাত্রা।
- Product Views – কোন প্রোডাক্ট বেশি দেখা হচ্ছে, সেটাও এখানে ট্র্যাক করা যাবে।
- Initial Checkout – ক্রেতারা কোন পর্যায় পর্যন্ত চেকআউট করছেন তা এনালাইস করতে পারবেন।
- Purchase রিপোর্ট – প্রতিদিনের মোট সাকসেসফুল অর্ডারের আপডেট দেখাবে এই সেকশন।

প্রথম প্রোডাক্ট আপলোড করুন
এবার আপনার প্রোডাক্টগুলো লিস্ট করার পালা। সরাসরি মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলুন বা গ্যালারি থেকে ছবি নিন, তারপর পণ্যের নাম, দাম ও সংক্ষিপ্ত বিবরণ লিখে দিন। কয়েকটি ক্লিকেই প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ হবে।

প্রোডাক্ট ভেরিয়েন্ট
একই প্রোডাক্টের একাধিক রঙ, সাইজ/পরিমাণ বা ধরন থাকলে এখন সহজেই ভেরিয়েন্ট তৈরি করতে পারবেন। এতে ক্রেতারা তাদের পছন্দমতো অপশন বেছে নিতে পারবে।

শুধু তৈরি নয়, Managing-ও এখন হাতের মুঠোয় (On-the-Go Management)
ওয়েবসাইট বানানো যতটা সহজ হয়েছে, সেটি ম্যানেজ করাও এখন ততটাই সহজ। একসময় যেখানে অর্ডার ট্র্যাক করা, প্রোডাক্ট আপডেট করা বা বিক্রির হিসাব রাখার জন্য আলাদা সফটওয়্যার লাগতো, এখন সব কিছুই করা যায় একটি মোবাইল অ্যাপ থেকেই। DeshiCommerce অ্যাপ সেই সুবিধাটিই এনে দিয়েছে আপনার হাতে। এবার নিজের বিজনেস চালাবেন হাঁটতে হাঁটতে।
চলুন দেখি, কীভাবে এই অ্যাপটি প্রতিদিনের ব্যবসায় আপনার সঙ্গী হয়ে উঠবেঃ
SEO ম্যানেজমেন্ট
আপনার ওয়েবসাইটের প্রতিটি প্রোডাক্ট ও পেজের জন্য SEO টাইটেল, ডিসক্রিপশন ও কীওয়ার্ড সেট করতে পারবেন সরাসরি অ্যাপ থেকেই। ফলে সার্চ রেজাল্টে আপনার স্টোরের ভিজিবিলিটি বাড়বে এবং অর্গানিক ট্রাফিকও বৃদ্ধি পাবে।

ক্যাটাগরি তৈরি
প্রোডাক্টগুলো সহজে খুঁজে পেতে এখন ক্যাটাগরি অনুযায়ী লিস্ট তৈরি করা যাবে। নতুন ক্যাটাগরি তৈরি, এডিট অথবা ডিলিটসহ সবকিছু করা যাবে এক ক্লিকেই। এতে আপনার ওয়েবসাইট থাকবে আরও ইউজার-ফ্রেন্ডলি।

নতুন অর্ডার এলে পুশ নোটিফিকেশন
নতুন কোনো অর্ডার আসলেই অ্যাপ আপনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। ফলে কোনো অর্ডার আর মিস হবে না, গ্রাহকও পাবেন ফাস্ট রেসপন্স।

প্রোডাক্ট ডেলিভারিতে পাঠানো
অ্যাপ থেকে অর্ডার কনফার্ম হওয়ার পর এক ক্লিকেই ডেলিভারি প্রসেস শুরু করতে পারবেন। এতে আপনার সময় বাঁচবে, আর ডেলিভারির কাজ হবে আরও দ্রুত ও সুশৃঙ্খল।

অর্ডার ম্যানেজমেন্ট
প্রতিটি অর্ডারের স্ট্যাটাস সহজেই পরিবর্তন করতে পারবেন। যেমনঃ Pending, Processing, Delivered ইত্যাদি। আর আপনার গ্রাহকের ঠিকানা ও মোবাইল নম্বরও এখান থেকে দেখা যাবে।

শিপিং ডেটা আপডেট
কোন অর্ডার কখন পাঠানো হয়েছে, কোন কুরিয়ার ব্যবহার করা হয়েছে – এসব তথ্য অ্যাপে আপডেট করতে পারবেন মুহূর্তের মধ্যে। এতে ডেলিভারি প্রসেস হবে আরও সহজ।

ইনভেন্টরি ম্যানেজমেন্ট
এই অপশন থেকে কোন প্রোডাক্টের স্টক শেষ হতে চলেছে, আর কোনটি বেশি বিক্রি হচ্ছে এসব তথ্য রিয়েল-টাইমে দেখা যায়। ফলে স্টক আউট হওয়া বা অতিরিক্ত সেলস এর ঝামেলা কমে যায়।

সেলস রিপোর্ট দেখা
আপনার ব্যবসার অবস্থা জানতে এখন আর আলাদা হিসাব রাখতে হবে না। DeshiCommerce App আপনাকে দেখাবে প্রতিদিন, প্রতি সপ্তাহ বা মাসের সম্পূর্ণ সেলসরিপোর্ট। এক নজরেই বুঝে যাবেন কোন প্রোডাক্ট বেশি চলছে, আর কোথায় কিছু পরিবর্তন আনা দরকার। ফলে এখন সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য অনেক সহজ হবে।

ব্যবসার শুরু হোক আজই, আপনার ফোন থেকে
ই-কমার্স ব্যবসা শুরু করার জন্য এখন আর টেকনিক্যাল স্কিল বা ভালো ডিভাইস এর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আজকের দিনে শুধু আপনার স্বপ্ন আর স্মার্টফোন – এই দুটিই যথেষ্ট আপনার নিজের অনলাইন ব্যবসা শুরু করার জন্য।
ভাবুন তো, যেটা আগে শুধুমাত্র বড় কোম্পানির পক্ষে সম্ভব ছিল, সেটাই এখন আপনি করতে পারেন নিজের হাতের মুঠোয় থাকা ফোন দিয়ে। আর সেই পথটিকে সহজ করেছে DeshiCommerce, যেখানে ওয়েবসাইট তৈরি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, পেমেন্ট রিসিভ ও প্রোডাক্ট শিপমেন্ট – সব কিছু এক অ্যাপেই সম্ভব।
তাহলে প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত আপনার নিজের ব্যবসাকে আজই বাস্তবে রূপ দিতে? যদি উত্তর “হ্যাঁ” হয়, তাহলে আর দেরি কেন?
আজই DeshiCommerce অ্যাপটি ডাউনলোড করুন, এবং কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে ফেলুন আপনার নিজের ই-কমার্স ওয়েবসাইট।
আপনার অনলাইন ব্যবসার প্রথম ধাপ শুরু হোক আপনার ফোন থেকেই!

সবার আগে মন্তব্য করুন
আপনার মূল্যবান মতামত দিন
মন্তব্য করতে হলে আপনাকে লগ ইন করতে হবে।