বাংলাদেশে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয়?

বাংলাদেশে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয়?
শেয়ার করুন

বাংলাদেশে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয়? আপনি সর্বনিম্ন কত টাকা খরচ করে প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে ই-কমার্স ব্যবসা পরিচালনা করতে পারবেন? নতুন বিজনেস শুরু করতে যাওয়া প্রত্যেক উদ্যোক্তাই এই প্রশ্নগুলি করে থাকেন। অনেকে আবার মনে করেন, ই-কমার্স বিজনেস শুরু করার জন্য প্রোডাক্ট আর একটা ওয়েবসাইট ছাড়া আর তেমন কোন খরচ নেই। সত্যি বলতে ই-কমার্স ব্যবসা করতে তুলনামূলক কম খরচ হলেও, যথেষ্ট পরিমান বিনিয়োগ প্রয়োজন। চলুন বিস্তারিত জানি বিষয়গুলো সম্পর্কে।

প্রাথমিকভাবে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে ৫ টি খাতে খরচ করতে হয়

  1. ওয়েবসাইট ডোমেইন নাম
  2. ওয়েবসাইট হোস্টিং
  3. ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট
  4. অনলাইন পেমেন্ট সুবিধা
  5. প্রোডাক্ট ফটোগ্রাফি

বাৎসরিক ই-কমার্স ওয়েবসাইট ডোমেন নাম ক্রয় ও নবায়ন খরচ ৯০০ – ২,০০০ টাকা

ডোমেইন নেম হলো আপনার ওয়েবসাইট বা ব্র্যান্ড এর নাম। ইন্টারনেটে আপানর ওয়েবসাইট খুজে প্রবেশ করতে এটির প্রয়োজন পরে। ইন্টারনেট ব্রাউজার এড্রেস বার এ ডোমেইন নাম লিখে আমরা একাটি ওয়েবসাইটে প্রবেশ করতে পারি।

ব্রাউজারের এড্রেস বারে ওয়েবসাইটের ডোমেইন নাম লেখা www.thisisyourdomain.com

ধরুন একটি ওয়েবসাইট www.thisisyourdomainname.com। এই ওয়েবসাইটের নামের ৩টি অংশ আছে। যথাঃ

  1. www – সাব ডোমেইন
  2. thisisyourdomain – ব্র্যান্ড নেম বা আপনার ওয়েবসাইটের নাম
  3. .com – টপ লেভেল ডোমেইন (Top level Domain)

ইকমার্স ব্যবসা শুরু করতে চাইলে আপনার বিজনেস ওয়েবসাইটের জন্য আপনার ডোমেন নাম কিনতে হবে। ডোমেইন নিতে খুব বেশি খরচ কর হয় না। আপনি ৳৯০০ থেকে ৳২০০০ দামের এর মধ্যে পছন্দমতো ডোমেন নাম পেয়ে যাবেন। সতর্ক থাকবেন কারন, এই ডোমেইন নাম প্রতি বছর সময়মত টাকা দিয়ে আবার নবায়ন করতে হয়। যদি না করেন ডোমেইন নাম এর মালিকানা চলে যাবে আর আপনার এতো দিনের সুনাম নষ্ট হবার যথেষ্ট সম্ভবনা তৈরি হবে। ডোমেইন এর টপ লেভেল (.com .net .org) এবং কোম্পানি অনুযায়ী সাধারণত দামের পার্থক্য হয়।  GoDaddy.com , namecheap.com অথবা আমাদের কাছ থেকেও ক্রয় করতে পারেন।

ওয়েবসাইট হোস্টিং করতে খরচ – বাৎসরিক ৫,৫০০ – ১৫,০০০ টাকা

অনলাইনে আপনার ওয়েবসাইটটি সক্রিয় রাখতে হোস্টিং প্রয়োজন। হোস্টিং ছাড়া আপনার ওয়েবসাইট ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে না এবং কেউ সেটি দেখতেও পাবেনা।

ওয়েবসাইট হোস্টিং মডেল
সহজ ভাষায়, একটি ওয়েবসাইটের কন্টেন্ট ও ফাইলগুলো রাখার জন্য যে জায়গা প্রয়োজন সেই নির্ধারিত জায়গাকে বলা হয় ওয়েবসাইটের হোস্টিং বা ওয়েব হোস্টিং। আপনি শেয়ার্ড হোস্টিং বা ডেডিকেটেড হোস্টিং – যে কোনো একটি পছন্দ করতে পারেন। শেয়ার্ড হোস্টিং এর দাম কম, ডেডিকেটেড হোস্টিং এর দাম বেশি । ব্যবসার শুরুতে ভালো মানের শেয়ার্ড হোস্টিং-ই যথেষ্ট। google cloud hosting বা namecheap.com এর মত বহু প্রতিষ্ঠান ওয়েব হস্টিং সেবা দিয়ে থাকে। দেশীকমার্স এর মোট SaaS প্ল্যাটফর্ম দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করলে আলাদা করে হস্টিং কেনার প্রয়োজন পরে না।

ইকমার্স ওয়েবসাইট তৈরি করতে এককালীন খরচ – ২৫ হাজার থেকে ২ লক্ষ টাকা

ইকমার্স বিজনেসের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসম্মত ই কমার্স ওয়েবসাইট তৈরি। সহজে ব্যবহার যোগ্য লাইটওয়েট ই-কমার্স ওয়েবসাইট কাস্টমার পছন্দ করে। সহজে নেভিগেশন করা যায় এমন ইকমার্স ওয়েবসাইট ই-কমার্স সেল বৃদ্ধি করতে কার্যকরী ভুমিকা রাখে। আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদের সুস্পষ্ট ও বিস্তারিত তথ্য প্রদান, সহজে পছন্দসই প্রোডাক্টটি খুঁজে পেতে সহায়তা, অর্ডার প্রক্রিয়া সহজ হলে ই কমার্স ওয়েবসাইট থেকে বেচাকেনার পরিমাণ বেড়ে যায়।

ইকমার্স ওয়েবসাইট ওয়েবসাইট ডেভেলপমেন্ট খরচ হিসাব
ই কমার্স বিজনেসে প্রতিযোগিতা অনেক বেশি থাকে বিধায় একজন কাস্টমার আপনার ওয়েবসাইটটি ব্যবহার করতে সমস্যা বোধ করলে দ্রুত অন্য শপে চলে যেতে পারে। তাই ই-কমার্স ওয়েবসাইটটি যতটা রিস্পন্সিভ এবং ইউজার ফ্রেন্ডলি হবে তত ভাল।

প্রতিটি বিজনেসেই ষ্টকের হিসেব থাকা আবশ্যক আর বিশেষ করে অনলাইন বিজনেসে সেটি অপরিহার্য। একটি মানসম্মত ই-কমার্স ওয়েবসাইট এই সুবিধা দেয়। সাথে অর্ডার ম্যানেজমেন্ট ও কাস্টমার ম্যানেজমেন্ট থাকা প্রয়োজন। আপনি যদি সস্তা কোন ই-কমার্স সাইটের কথা চিন্তা করেন তবে এই অত্যন্ত প্রয়োজনীয় ফিচারগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। মানসম্মত ই-কমার্স ওয়েবসাইটগুলো অটো প্রোডাক্ট জুম, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপ্সন সুবিধা প্রদান করে যা দামে সস্তা ওয়েবসাইটগুলোতে পাবেন না।

চেকআউট করার সময় কাস্টমার অতিরিক্ত তথ্য দেবার জটিলতায় শেষ পর্যন্ত চেকআউট প্রসেস শেষ না করেই ওয়েবসাইট থেকে বের হয়ে যায়। গেস্ট চেকআউট অপশন থাকলে এই অসুবিধা দূর করা সম্ভব – যেখানে প্রয়োজনীয় কিছু তথ্য দিয়েই কাস্টমার কেনাকাটা সম্পন্ন করতে পারেন।

দেশি কমার্স ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সর্বনিম্ন ৫০০/- মূল্য থেকে একটি মানসম্মত ই কমার্স ওয়েবসাইট ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। প্যাকেজগুলো দেখতে DeshiCommerce ওয়েবসাইট ভিজিত করুন।

ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট টেকনোলজি / প্ল্যাটফর্ম

আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটটি তৈরিতে কি টেকনোলজি ব্যবহার করছেন সেটি গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠিত সিএমএস যেমন ওয়ার্ডপ্রেস, মাজেন্টো ব্যবহার করে তৈরি সাইট কম ব্যয়বহুল। এগুলো আবার নিয়মিত আপডেট রাখতে হয়। কিন্তু কাস্টম প্ল্যাটফর্ম ব্যবহার করলে ইচ্ছেমত ফিচার ও ডিজাইনের সমন্নয় সাধন করা সম্ভব হয় । এগুলো আপনার চাহিদামত সময়ে আপডেট করতে পারেন। কিন্তু সেটা সাধারনত অনেক ব্যবহুল হয়।

এতসব ঝামেলা এড়িয়ে কম খরচে সহজ এবং পেশাদার ই কমার্স ওয়েবসাইট তৈরির উপায় হল দেশীকমার্স অথবা শপিফাই এর মত সাস ইকমার্স প্ল্যাটফর্ম (SaaS e-commerce platform) এর সেবা নেয়া। এই সার্ভিস ব্যবহার করে আপনি কোন কোডিং এর ঝামেলা ছাড়াই ফেসবুক ব্যবহারের মত করে ই-কমার্স ওয়েবসাইট সহজে তৈরি এবং পরিচালনা করতে পারবেন।

একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন বর্তমানে মোবাইল ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করেই ৯০ ভাগ কাস্টমার কেনা-কাটা করে। তাই ই-কমার্স ওয়েবসাইটটি হতে হবে মোবাইল ফ্রেন্ডলি ও রেস্পন্সিভ। যেই সেবা নিয়েই আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করুন না কেন, মোবাইল ফ্রেন্ডলি ও রেস্পন্সিভ যেন অবশ্যই হয়।

অনলাইনে অনেক ফ্রি টুলস ব্যবহার করে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় কিন্তু সেগুলো মানহীন। সবসময় মনে রাখবেন বিনা পয়সা খরচ করে কোন ব্যবসা হয় না। ভাল ব্যবসা করতে আপনাকে উপযুক্ত প্রযুক্তির জন্য ইনভেস্ট করতে হবে।

বর্তমানে একটি মানসম্মত ই কমার্স ওয়েবসাইট ডেভেলপের জন্য আপনাকে দেড় থেকে ২ লক্ষ টাকা গুনতে হয়। কিছু ই-কমার্স সেবাদানকারী প্রতিষ্ঠান অনলাইন বিজনেসের শুরুতেই বড় খরচ না করে সীমিত খরচের বিনিময়ে আপনাকে একটি দামি ও মানসম্মত ই-কমার্স ওয়েবসাইট ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।

দেশীকমার্স একটি ই-কমার্স সল্যুশন সেবাদানকারী প্রতিষ্ঠান। দেশি কমার্স কম খরচে কাস্টমারদের  PHP লারাভেল দিয়ে একটি ইকমার্স ওয়েবসাইট তৈরী করে দেয়। এর সাথে দেয়া হয় সার্বক্ষণিক কাস্টমার সেবা এবং হাতে কলমে ই-কমার্স প্রশিক্ষন।

ই-কমার্স অনলাইন পেমেন্ট গেটওয়ে খরচ ০- ১৫,০০০ টাকা

শুধু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থায় ব্যবসা করলে কোন পেমেন্ট গেটওয়ে খরচ লাগবে না। কিন্তু প্রফেশনাল ব্যবসা করতে হলে অনলাইন পেমেন্ট সুবিধা রাখা উত্তম। পেমেন্ট গেটওয়ে দ্রুত, সহজ ও নিরাপদ অনলাইন মূল্য পরিশোধের মাধ্যম যা কাস্টমারদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলেছে। বর্তমান সময়ে অনেকেই শপিংমলে বা অনলাইন কেনাকাটায় অনলাইন পেমেন্ট করাকে পছন্দ করছে। এই অর্থ লেনদেনে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে অনলাইন পেমেন্ট সেবাদানকারী কোম্পানি গুলোর বাণিজ্যিক চুক্তি থাকে।

বাংলাদেশে ই কমার্স ওয়েবসাইট অনলাইন পেমেন্ট গেটওয়ে কোম্পানির লোগোসমূহ

কাস্টমার ক্রেডিট,ডেবিট, ভিসা,মাস্টার কার্ড সহ বিকাশ রকেট ব্যবহার করে অনলাইনে মূল্য পরিশোধ করতে পারে। কাস্টমার, সেলার ও পেমেন্ট গেটওয়ে সার্ভিস দাতাদের মধ্যে সকল লেনদেন ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিচালিত হয় বলে এটি নিরাপদ।  এসএসএল কমার্স, ইজিপে, আই পে সহ আরও কিছু প্রতিষ্ঠান এই সেবা প্রদান করছে। এজন্য আপনাকে প্রায় ১৫ হাজার টাকা গুনতে হবে।

পেমেন্ট গেটওয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র,

  • ট্রেড লাইসেন্স
  • ইনকর্পোরেশন সার্টিফিকেট (শুধুমাত্র লিমিটেড কম্পানির জন্য প্রযোজ্য)
  • কম্পানির ই-টিন সার্টিফিকেট (শুধুমাত্র লিমিটেড কম্পানির জন্য প্রযোজ্য)
  • মালিক বা মালিকদের ই-টিন সার্টিফিকেট
  • মালিক বা মালিকদের ছবি
  • মালিক বা মালিকদের সই
  • আর্টিকেল অব এসোসিয়েশন (শুধুমাত্র লিমিটেড কম্পানির জন্য প্রযোজ্য)

প্রোডাক্ট ফটোগ্রাফি খরচঃ ০ থেকে ২৫,০০০ টাকা

প্রোডাক্ট ফটোগ্রাফি নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। অনলাইনে কাস্টমার প্রোডাক্ট কেনে “ছবি “দেখে। একটি সঠিক ছবির গুনগতমান বেশ ভালো হয় ও রঙের অতিরঞ্জিত ব্যবহার থাকে না। আপনি নিজেই ভালো কোন মোবাইল অথবা ডিজিটাল ক্যামেরা দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারেন। সে ক্ষেত্রে আপনার কোন খরচ ই হবে নাহ।

প্রফেশনাল প্রোডাক্ট ফটোগ্রাফারের এই বিষয়গুলো ভালো জানেন। প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য প্রোডাক্টের ফটোশুটের বিপরীতে সর্বনিম্ন ৫০০ থেকে লক্ষ টাকারও বেশী গুনতে হয়। মডেলের জনপ্রিয়তা, ফটোগ্রাফারের সুনামের উপর মূল্যের পার্থক্য নির্ভর করে। আপনি কম জনপ্রিয় পেশাদার মডেল এবং ফটোগ্রাফার দিয়ে ১০,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে ই-কমার্স প্রোডাক্ট ফটোগ্রাফি করিয়ে নিতে পারেন।

পরিশেষে

এবার যদি সবগুলো খরচ একসাথে হিসেব করলে, বাংলাদেশে মান সম্পন্ন ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে খরচ প্রায় ৩,০৭,০০০ টাকা (তিন লক্ষ সাত হাজার টাকা)। এটি নতুন অনলাইন ব্যবসায়ীদের জন্য একটি বড় পরিমান অর্থ যা অনেকের পক্ষে খরচ করা সম্ভব নয়।

টেবিলঃ ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে মোট খরচের হিসাব

ওয়েবসাইট তৈরির খরচের খাতসমূহ সর্বনিম্ন খরচ সর্বোচ্চ খরচ
বাৎসরিক ই-কমার্স ওয়েবসাইট ডোমেন নাম ক্রয় এবং নবায়ন খরচ ৯০০ ২,০০০
বাৎসরিক ওয়েবসাইট হোস্টিং খরচ ৫,৫০০ ১৫,০০০
এককালীন ইকমার্স ওয়েবসাইট তৈরি করতে খরচ ২৫,০০০ ২,৫০,০০০
অনলাইন পেমেন্ট গেটওয়ে খরচ ১৫,০০০
প্রোডাক্ট ফটোগ্রাফি খরচ ২৫,০০০
মোট খরচ ৩১,৪০০ ৩,০৭,০০০

 

দেশি কমার্স অনলাইন ব্যবসায়ীদের জন্য সুলভ মুল্যে ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট সুবিধা দিচ্ছে। আর সে কারনে দেশীকমার্স বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে জনপ্রিয় একটি একটি ই-কমার্স সেবাদানকারী প্রতিষ্ঠান।

প্রফেশনাল ই-কমার্স সল্যুশন সেবাদানকারী প্রতিষ্ঠান আপনাকে সঠিক দিকনির্দেশনা প্রদান করে। কম খরচ বা বেশি খরচ এর চেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার বিজনেসের জন্য উপযুক্ত ইনভেস্টমেন্ট কত হওয়া উচিৎ।আপনার বিজনেসের প্রযুক্তিগত ও মার্কেটিং পর্যালোচনা ও কীভাবে আপনার ইকমার্স বিজনেস টিকে বড় করে তুলবেন সেই বিষয়ে পরামর্শ পেতে আমাদের ই কমার্স কনসালট্যান্টদের সাথে কথা বলুন।

বিশেষ দ্রস্টব্যঃ ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে খরচ এবং ডলারের দাম প্রতিনিয়ত প্রবর্তন হয়। তাই সকল খরচ এই ব্লগ পোস্টের হিসাবের সাথে হুবহ মিল নাও হতে পারে। কিন্তু মোটা দাগে আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরিতে কত খরচ হবে সেটা এখান থেকে ধারনা নিতে পারবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট

আগের মন্তব্য গুলো পড়ুন

  • MA Bashar May 3, 2020 তারিখে 10:54 am সময়

    আমি ব্যবসা শুরু করতে চাই একারণে আরো বিস্তারিত জানা প্রয়োজন!

    • Najmul Hossain July 23, 2020 তারিখে 8:41 pm সময়

      Mr.MA Bashar বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে দেয়া (01766681318) এই মোবাইল নম্বরে কল করে কথা বলুন ই-কমার্স কনসালটেন্টের সাথে। অথবা আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা জানিয়ে ইমেল করতে পারেন [email protected] এই এড্রেসে। আপনাকে ধন্যবাদ।

  • Md SharwarHossain August 7, 2020 তারিখে 7:19 pm সময়

    আমি আরো ডিটেইলস জানতে চাই। দয়া করে জানাবেন।ধন্যবাদ

    • Najmul Hossain August 8, 2020 তারিখে 8:15 pm সময়

      আপনার সাথে ইমেইলে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।

  • sunny November 6, 2020 তারিখে 12:02 am সময়

    আমার কিছু প্রশ্ন ছিলো?

    • Najmul Hossain November 9, 2020 তারিখে 10:18 am সময়

      আপনার প্রশ্নটি কমেন্ট করুন অথবা আমাদের ই কমার্স কনসালট্যান্টের সাথে কথা বলুন এই নম্বরে 01729 241 499

  • sunny November 9, 2020 তারিখে 7:58 pm সময়

    আলিবাবার মতো ই-কমার্স সাইট বানাতে চাই। কিরকম খরচ লাগবে?

  • sunny November 9, 2020 তারিখে 9:35 pm সময়

    thanks

  • Evan July 14, 2021 তারিখে 11:35 am সময়

    আমি একটা ই কমার্স, অনলাইনের ব্যবসা করতে চাই,একমালিকানা কোম্পানির ন্যায়,আমার একটি ওয়েবসাইট এর প্রয়োজন যেটা সুন্দর করে সাজানো থাকবে।সহযোগিতা করতে পারলে যোগাযোগ করুন।

    • Najmul Hossain July 19, 2021 তারিখে 7:27 am সময়

      আপনার সাথে যোগাযোগের জন্য ফোন নম্বর ও ইমেল দিয়ে আমাদের https://deshicommerce.com/ ওয়েবসাইটে “Create Store” form টি ফিলআপ করে সাবমিট করুন অথবা আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshicommerce এ ইনবক্স করতে পারেন।এছাড়াও আমাদের কল করতে পারেন, 01729241499 বা ইমেইল করুন, [email protected]

  • Inam Ahmed May 10, 2023 তারিখে 12:31 pm সময়

    বর্তমানে ১০০০০-২৫০০০ টাকা। আর দেশীকমার্স দিয়ে ই-কমার্স ওয়েবসাইট বানালে আলাদা হোস্টিং ফী আগে না। বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন 01729241499 নম্বরে।

আপনার মূল্যবান মতামত দিন